২৫ হাজার ফুট উঁচু থেকে লাফ
লুক আইকিন্স৷ বয়স ৪২ বছর। এর আগে প্রায় ১৮ হাজার বার বিমান থেকে লাফিয়ে পৃথিবীতে নেমে এসেছেন৷ তবে এবারের লাফটি ছিল রেকর্ড৷ কারণ এবার তিনি প্যারাসুটের সাহায্য নেননি।
গত শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের কাছে সিমি ভ্যালিতে এই রেকর্ডটি করেন স্কাইডাইভার আইকিন্স৷ একটি টেলিভিশন অনুষ্ঠানের অংশ হিসাবে তিনি প্রায় ২৫ হাজার ফুট বা সাত হাজার ৬২০ মিটার উঁচুতে থাকা একটি বিমান থেকে লাফ দেন৷ এর দুই মিনিট পর ভূমিতে তাঁর জন্য বিছানো একটি জালের ওপর পড়েন তিনি৷
প্লেন থেকে নামার সময় তিনি সঙ্গে কোনো প্যারাসুট নেননি৷ অর্থাৎ কোনো কিছুর সাহায্য ছাড়াই তিনি এত উঁচু থেকে মাটিতে নেমে আসেন৷ সে সময় ভূমিতে অন্য অনেকের মতো তাঁর জন্য অপেক্ষায় ছিলেন তাঁর স্ত্রী ও চার বছরের ছেলে৷
আইকিন্সই প্রথম ব্যক্তি যিনি প্যারাসুট ছাড়াই এই কাজ করলেন৷ তাঁর এই রেকর্ড ভাঙা কীর্তিটি ফক্স টেলিভিশনে সরাসরি দেখানো হয়৷
প্রতিক্ষণ ডেস্ক/এডি/একে
=====