২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচন

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ৩:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

বাংbannerলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের সময় পিছিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে ২৬ আগস্ট। পূর্ণাঙ্গ ভোটার তালিকা সম্পন্ন হয়নি জানিয়ে আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

একই সঙ্গে ৩০ জুলাই ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করার পর কোনো অভিযোগ থাকলে ৩ আগস্ট এ বিষয়ে আপিল বিভাগে জানাতে বলা হয়েছে।

এর আগে গত ২৮ মে বার কাউন্সিল নির্বাচন ১৩ আগস্ট অনুষ্ঠানের জন্য রায় দিয়েছিলেন আপিল বিভাগ। ভোটার তালিকা সম্পন্ন না থাকার পরও ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হওয়ায় জনস্বার্থে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটের শুনানি শেষে ২৮ মে ভোট অনুষ্ঠানের দিন ধার্য করে রায় দেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,‘বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৩ আগস্ট দিন ধার্য ছিল। কিন্তু এ সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন না হওয়ায় আদালতে সময় আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন গ্রহণ করে ২৬ আগস্ট নির্বাচনের দিন ধার্য করেছেন।’

গত ২১ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিলো।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G