২৮ লাখ ইয়াবাসহ আটক ৩

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

yuiuiঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ২৮ লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭। এসময় একটি মাছ ধরার কাঠের ট্রলারও আটক করা হয়।

রবিবার সারা দিন-রাত চট্টগ্রামের পতেঙ্গা ও ঢাকা বিমান বন্দর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই চালান আটক করা হয়।

বাংলাদেশের ইতিহাসে কোন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধারকৃত এটিই ইয়াবার সবচেয়ে বড় চালান। অভিযানে ইয়াবা চোরাচালান চক্রের প্রধান আলী আহমেদকেও আটক করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিইও লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গতকাল দিনে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ আলী আহমেদ নামে একজনকে বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যে রবিবার রাতে ঢাকা বিমান বন্দর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এটিই সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করা হয়েছে। ইয়াবার পরিমাণ প্রায় ২৮ লাখ পিস।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ বলেন, সোমবার ১১টার দিকে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G