২ গিগাবাইট র‍্যাম থাকছে আইফোন ৬এস-এ

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৯:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

35b06c7f93a7bf0bca78275fe48fe952পরবর্তী আইফোনে ২ জিবি র‍্যাম থাকতে পারে, এমন একটি খবর প্রকাশ করেছে ব্যারন’স নামক একটি আর্থিক ম্যাগাজিন।

ম্যাগাজিনের তথ্যমতে, অ্যাপল ইতোমধ্যেই র‍্যাম তৈরির জন্য স্যামসাংকে অবহিত করেছে। সেখানে আরও বলা হয়, অ্যাপল স্মার্টওয়াচে থাকবে ৫১২ মেগাবাইট র‍্যাম।

অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন আইফোন ৬ এবং ৬ প্লাসে রয়েছে ১ জিবি র‍্যাম। ম্যাগাজিনটিতে এর একজন প্রতিবেদক জানান, ” আইফোন ৬এস-এ ১.৫ থেকে ২ জিবি কিংবা তার থেকেও বেশি র‍্যাম ব্যবহার করা হতে পারে”।

আর তাই এর আপগ্রেডেড সংস্করণে ২ জিবি র‍্যাম ব্যবহার করা হলে অবাক হওয়ার কিছুই নেই। ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের মধ্যেই বাজারে আসতে পারে অ্যাপলের আইফোন ৬এস।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G