৩০০ ইয়াজিদিকে হত্যা করলো আইএস
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
প্রায় ৩ শতাধিক বন্দী ইয়াজিদিকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
ইরাকের মসুল শহরের পশ্চিমে আইএস এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে ইয়াজিদি ও ইরাকির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইয়াজিদি প্রোগেস পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, তাল আফার জেলার শহরের কাছাকাছি এক এলাকায় আইএসের হাতে বন্দি ৩০০ জনকে শুক্রবার হত্যা করা হয়েছে।
ইরাকের উপ-রাষ্ট্রপতি ওসামা আল-নুজাইফি এই হত্যাকান্ডকে নির্মম ও বর্বোরোচিত বলে আখ্যায়িত করেছেন।
বিবিসির মধ্যপ্রাচ্যবিষয়ক সম্পাদক এলান জনস্টন বলেছেন, তাদের (আইএসের হাতে বন্দি) কীভাবে হত্যা করা হয়েছে, তা পরিষ্কার নয়। এ ছাড়া এখন কেন তাদের হত্যা করা হচ্ছে, তাও বোধগম্য নয়।
২০১৪ সালে ইরাকের পশ্চিম ও উল্টরাঞ্চল এবং সিরিয়ার একটি বিশাল অঞ্চল দখলের পর থেকে অপহৃত ইয়াজিদিদের মসুলে বন্দি করে রাখা হয়েছে। আইএসের শক্তিশালী ঘাঁটি গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে।
প্রতিক্ষণ/এডি/কেয়া