৩৫০০ টাকায় ‘অ্যাপল ওয়াচ’

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৭ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

full_1123934333_1425897340চলতি বছরের ২৪ এপ্রিল প্রথমবারের মতো বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট আ্যপলের পরিধানযোগ্য ডিভাইস অ্যাপল ওয়াচ।

১০ এপ্রিল থেকে এর অগ্রিম অর্ডার জমা নেবে অ্যাপল। আর এই ঘড়িগুলোর দাম মডেলের ওপর নিভর্র করে ৩৪৯ মার্কিন ডলার থেকে ১৭ হাজার ডলার পর্যন্ত হবে। (বাংলাদেশি টাকায় যা প্রায় ২৭ হাজার থেকে ১৩ লাখ ২৬ হাজার টাকা)।

তবে চীনের বাজারে ‘অ্যাপল ওয়াচের’ দাম মাত্র ৪৫ ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৫০০ টাকা)।

চীনের সানঝাই শহরের হুয়াকিয়াংবেই মলে ইউ ওয়াচ বা ডি ওয়াচ নামে মিলছে অ্যাপল ওয়াচের মতো দেখতে এই নকল ও কমদামি স্মার্ট ওয়াচ।

চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন টাওবাও সাইটে ওই নকল অ্যাপল ওয়াচের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ‘AW08’ ও ‘iWatch’ নামে।

এই নকল অ্যাপল ওয়াচে নেই অ্যাপল লোগো। এর সাহায্যে ফোন ধরা যাবে, বার্তা পাঠানো যাবে, মিউজিক প্লেয়ারও রয়েছে ।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G