অবরোধের মধ্যেই ৩৬ ঘন্টার হরতাল চলছে

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৯:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hartal_57217চলমান বিরতিহীন অবরোধের মধ্যেই ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ হরতালের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সরকারের নাশকতার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিএনপিসহ ২০ দলের ১০ হাজার নেতাকর্মীর গ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী রবিবার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল পালিত হবে।

এদিকে, হরতালের শুরুতেই দেশের বিভিন্ন বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়া ঘটনাও ঘটেছে। বিবৃতিতে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/মেজবা

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G