৩ দিনের রিমান্ডে রিফাত
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খানের ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
এর আগে রোববার দুপুর ২.৩০ টায় মেট্রোপলিটন মেজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে তাকে হাজির করা হয়।
তার বিরুদ্ধে আইসিটি এক্ট-২০১৩ তে মামলা দায়ের করা হয়েছে।মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
গত শুক্রবার রাজধানীর উত্তরা হাইস্কুল থেকে পরীক্ষা শেষে বের হওয়ার পর সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে রিফাতের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাবের হেডকোয়ার্টার্সে যোগাযোগ করলেও তাকে আটকের কথা কেউ স্বীকার করেনি।
তবে শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রিফাতকে আটকের কথা স্বীকার করে বলেন, রিফাত বর্তমানে মিন্টো রোডের গোয়েন্দা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রক্রিয়া চলছে। ফেসবুকে রাষ্ট্রবিরোধী নানা বিষয় তুলে ধরার কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
প্রতিক্ষণ /এডি/বাবর