৩ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tribunalমানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ৩ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এনায়েতুর রহিম এ আদেশ জারি করেন।

অভিযুক্তরা হলেন: করিমগঞ্জ উপজেলার চর পাড়া গ্রামের গাজী আব্দুল মান্নান, হাইধন খালী গ্রামের আজহারুল ইসলাম ও খুদির জঙ্গল গ্রামের হাফিজ উদ্দিন। আদালত তাদের আগামী ৩০ মার্চের মধ্যে হাজির করতে বলেছেন।

জানা গেছে. মহান মুক্তিযুদ্ধের সময় করিমগঞ্জ উপজেলা রাজাকার কমাণ্ডার ছিলেন গাজী আব্দুল মান্নান। তার বিরুদ্ধে নোয়াবাদ গ্রামের আবু বকর ও মোলামখার চর গ্রামের রূপালী মিয়া হত্যার অভিযোগসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরো একাধিক হত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

এ ছাড়া হাইধন খালী গ্রামের রাজাকার আজহারুল ইসলামের বিরুদ্ধে কলাপাড়া গ্রামের ফজলুর রহমান হত্যা এবং খুদির জঙ্গল গ্রামের রাজাকার হাফিজউদ্দিনের বিরুদ্ধে কলাতুলি গ্রামের আব্দুল গফুর হত্যাসহ পত্যক্ষ ও পরোক্ষভাবে আরও একাধিক হত্যার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, করিমগঞ্জের আয়লা গ্রামের গোলাপ মিয়া মুক্তিযুদ্ধের সময় তার পিতা মিয়া হোসেনকে হত্যার অভিযোগে ২০১০ সালের ২ মে রাজাকার এটিএম নাসিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরে এ মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তারা তার ভাই অ্যাডভোকেট শামসুদ্দিনেরও সম্পৃক্ততা পান। গত বছরের ২৭ নভেম্বর করিমগঞ্জের ঢুলিপাড়া গ্রামের রাজাকার অ্যাডভোকেট শামসুদ্দিনকে ১২ টি হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়। এ মামলায় তার বড় ভাই এটিএম নাসির পলাতক রয়েছেন।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G