৪জি সাপোর্ট ফোনপ্যাড ৭ নিয়ে এল আসুস
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সম্প্রতি আসুস নতুন ফোনপ্যাড বাজারে উন্মুক্ত করল যা ফোর জি সাপোর্ট করে। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ (ললিপপ) অপারেটিং সিস্টেম ও ইন্টেল প্রসেসর।
ইন্টেল প্রসেসরে ডিভাইস ‘ফোনপ্যাড ৭’ (FE375CL) ডিভাইসটি দিয়ে কথাও বলা যাবে। অ্যানড্র্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে চলা ৭ ইঞ্চি স্ক্রিনের এ ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর ১.৩ গিগাহার্জ গতির ইন্টেল প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট স্টোরেজ এবং সামনে ২ ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরাগুলোতে রয়েছে অটোফোকাস সুবিধা।
এ ভার্সনটিতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য থাকছে ফোর জি সাপোর্ট। সিঙ্গেল সিম ও ডুয়াল সিম উভয় অপশন থেকে পছন্দমতো সেট নিতে পারবেন ক্রেতারা। ট্যাবটির সাত ইঞ্চি আইপিএস এলইডি ব্যাকলাইট ডিসপ্লের রেজুলেশন ১২৮০ বাই ৮০০ পিক্সেল। বাড়তি ধারণক্ষমতার জন্য ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়তি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। প্রতিবার পূর্ণ চার্জে এর ব্যাটারি চলবে টানা ১২ ঘণ্টা পর্যন্ত ।
আন্তর্জাতিক বাজারে ২৫০ ডলার বা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিক্ষন/এডি/জয়