৪৫ দিন পর মানুষখেকো বাঘিনীর মৃত্যু
টানা ৪৫ দিন খোঁজাখুঁজির পর ভারতের উত্তরাখন্ড রাজ্যে মানুষখেকো এক বাঘিনীকে গুলি করে মেরে ফেলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার তিন বছর বয়সী ঐ বাঘিনীকে গুলি করে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজন।
বাঘিনীর বয়স তিন বছর। গত কয়েক সপ্তাহে প্রাণীটি দুজনকে হত্যা করে। এটির কামড়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
উত্তরাখন্ডের সংরক্ষিত করবেট বনাঞ্চল এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিল বাঘিনী। সন্ধ্যার পর এই জন্তুর ভয়ে ঘর থেকে কেউ বের হতো না। এমনকি শিশুরা কয়েক দিন স্কুলেও যায়নি। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কাছে রীতিমতো আতঙ্ক হয়ে গিয়েছিল এই বাঘিনী। তাকে ধরতে গ্রামবাসী ঢাকঢোল পিটিয়েছে। বাঘ ধরার অভিযানে বন বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে ড্রোন, হেলিকপ্টার, হাতি ও কুকুর ব্যবহার করা হয়েছে। পূজা পর্যন্ত হয়েছে। কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছিল না।
অবশেষে বৃহস্পতিবার রাজধানী শহর দিল্লি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রামনগর এলাকায় এটিকে ১১টি গুলি করা হয়। এরপর মৃত বাঘটিকে নিয়ে প্রায় তিন ঘণ্টা ঘুরে বেড়ায় স্থানীয় লোকজন।