৪ হাজার আইডি সংশোধনঃ আয় ৯ লাখ

প্রকাশঃ মার্চ ১, ২০১৬ সময়ঃ ৩:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

তোফায়েল হোসন জাকির (গাইবান্ধা প্রতিনিধি)

idগাইবান্ধায় ৪ হাজার “জাতীয় পরিচয়পত্র” সংশোধনের আবেদনের বিপরীতে আয় হয়েছে সাড়ে ৯ লাখ টাকা। এনআইডি কার্ড সংশোধন করতে আসা মানুষ স্থানীয় সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন-পুরাতন ভোটার আইডির ভুল সংশোধন ও পরিবর্তনসহ হালনাগাদকরণ কর্মসূচি শুরু হয় যা ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে।  

সংশ্লিষ্ঠ সূত্র আরও জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক প্রতিটি ভোটার আইডির সংশোধন ও পরিবর্তনের জন্য প্রত্যেককে স্থানীয় সোনালী ব্যাংকের মাধ্যমে ২শ’ টাকা সরকারি ফান্ডে জমা দিতে হয়েছে। তার সাথে ব্যাংকে জমা দেওয়া অর্থের শতকরা ১৫ টাকা ভ্যাট দিতে হয়েছে।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান জানান, আইডি কার্ড সংশোধনের জন্য যারা আবেদন করেছেন তাদের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। জেলার ৭ টি উপজেলা নির্বাচন অফিস কর্মীদের নিরলস শ্রমে গত প্রায় সাড়ে ৩ মাসে ৪ হাজার ১শ’ ৫৩ জনের ভোটার আইডি সংশোধন, পরিবর্তন ও হালনাগাদকরণ কর্মসূচির অগ্রগতি হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G