৫টি উপায়ে চুলের রঙ তুলুন

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ৫:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ পূর্বাহ্ণ

ফারজানা ওয়াহিদ

rong

চুলে রঙ করা যত সহজ, রঙ তোলা ততই কঠিন। পছন্দমতো রঙ না হলে তুলে ফেলতে চান অনেকেই। কিন্তু নিয়ম না জানার কারণে বুঝতে পারেন না কী করবেন। তাই খুব সহজেই চুলের রঙ তোলার কিছু নিয়ম জেনে নিই-

rong1১। আধা কাপ ভিনেগারের সঙ্গে ১ কাপ পানি মেশান। চুলে রং করার ২৪ ঘণ্টার মধ্যে (যদি রঙ পছন্দ না হয়) পুরো চুলে মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

২। অ্যান্টি-ডানড্রাফ শ্যাম্পুর সঙ্গে বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিন। এখন হালকা গরম পানি দিয়ে চুল ভিজিয়ে মিশ্রণটি চুলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলের জন্য এভাবে সপ্তাহে কয়েকবার করুন।

rong2৩। চুলে লেবুর রস লাগান। এবার শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে এভাবে পাঁচ মিনিটের জন্য রাখুন। তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। অ্যান্টি-ডানড্রাফ শ্যাম্পু অনেক বেশি শক্তিশালী, কার্যকর। তাই দুদিন পর পর এই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৫। হট অয়েল ট্রিটমেন্ট চুলের রঙ তোলায় সাহায্য করে। এক কাপের চার ভাগের এক ভাগ অলিভ অয়েল আধা কাপ ফুটন্ত পানির সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। যতক্ষণ পর্যন্ত পাতলা মিশ্রণে পরিণত না হয়। তারপর চুলের গোড়ায় ভালোভাবে লাগাবেন। এক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার করবেন।

এ ছাড়া হেয়ার কালার রিমুভার এবং কালার জিপ চুলের রঙ তোলার জনপ্রিয় প্রসাধণ। ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশনাবলি মেনে ব্যবহার করতে পারেন।

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G