৫০০ রুপির স্মার্টফোন আসছে আজ
প্রতিক্ষণ ডেস্ক
চলতি সপ্তাহ শেষেই ভারতের মানুষের হাতে আসছে নতুন স্মার্টফোন। এ ফোনের দাম হচ্ছে ৫০০ রুপিরও (৫৭৪ টাকা) কম। ভারতীয় মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘রিংগিং বেলস’ জানিয়েছে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিশনেরই একটা অংশ।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন এ স্মার্টফোনের নাম ‘ফ্রিডম ২৫১’। আজ ১৭ ফেব্রুয়ারি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এর উদ্বোধন করবেন।
রিংগিং বেলসের পাঠানো সংবাদবার্তায় বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া ভারতের ক্ষমতায়নের লক্ষ্যমাত্রার অংশ হিসেবেই এ ফোনের যাত্রা।
রিংগিং বেলসের পক্ষ থেকে আরো বলা হয়, ফোনের দামটা ৫০০ রুপিরও নিচে। এটা ভারত সরকারের নেওয়া সাম্প্রতিক উদ্যোগগুলোর সাফল্যের সত্যিকারের সাক্ষ্য।
ভারতের বাজারে বর্তমানে দেড় হাজার রুপিতে স্মার্টফোন পাওয়া যাচ্ছে। গত বছর আম্বানি গ্রুপের রিলায়েন্স জানিয়েছিল, ৯৯৯ রুপিতে স্মার্টফোন নিয়ে আসবে বাজারে। তবে তা এখনো আসেনি।
গত বছরই ভারতে কাজ শুরু করে রিংগিং বেলস। দুই হাজার ৯৯৯ রুপিতে ফোরজি স্মার্টফোন নিয়ে এসেছে ওই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আরো দুটি ফিচার ফোন আছে বাজারে।
খুব দ্রুত স্মার্টফোনের বৃহত্তম বাজারে পরিণত হচ্ছে ভারত। বলা হচ্ছে কয়েক বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে ভারত।
সম্প্রতি স্মার্টফোন প্রস্তুতকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন জিওমি, মটোরোলার মতো প্রতিষ্ঠানগুলো ভারতে হ্যান্ডসেট নির্মাণ করা শুরু করেছে। আর মোদি সরকার এরই মাধ্যমে স্থানীয় প্রস্তুত ব্যবস্থাপনাকে উৎসাহ দিচ্ছে। যাকে বলা হচ্ছে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ।
প্রতিক্ষণ/এডি/আস