৫৭ ধারায় যা আছে
প্রতিক্ষণ ডেস্ক
আজ সকাল থেকে বাংলাদেশের মানুষ যে কথাটি সবচেয়ে বেশি শুনছে সেটি হচ্ছে ‘৫৭ ধারা’। কিন্তু বেশিরভাগ মানুষই জানে না কি এই ‘৫৭ ধারা’ কিংবা এটার অপরাধ কি কিংবা এই অপরাধের সাজাই বা কি ।
৫৭ ধারার অপরাধ: ইলেকট্রনিক মাধ্যমে মিথ্যা, অশ্লীল বা মানহানিকর তথ্য প্রকাশ-সংক্রান্ত অপরাধ এই ধারায় গণ্য হবে। ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মিথ্যা ও অশ্লীল কিছু প্রকাশ করলে এবং তার কারণে মানহানি, আইনশৃঙ্খলার অবনতি, ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে বা কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি দেওয়া হলে তা অপরাধ বলে গণ্য হবে।
আর যে এই আইন লঙ্ঘন করবে তাকে অনধিক ১০ বছর কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে।
এখন আপনারাই বুঝবেন খুব সহজেই কে এই আইন লঙ্ঘন করে শাস্তি পাচ্ছে আর কে আইনের লঙ্ঘন করেও শাস্তি পাচ্ছে না।
প্রতিক্ষণ/এডি/এনজে