৫ দিন জ্বলবে লেবু দিয়ে তৈরী লাইট
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
লেবু দিয়ে লাইট জ্বলে এমন কথা শুনে চমকে যেতে পারেন আপনি। কিন্তু বিস্ময়কর হলেও তা সত্য। লেবু দিয়ে তৈরী লাইট জ্বলবে প্রায় পাঁচ দিন পর্যন্ত।
চলুন তাহলে জেনে নেই কিভাবে লেবু দিয়ে লাইট জ্বালানো যায় সে সম্পর্কে।
যা যা প্রয়োজন:
১ । একটা লেবু
২। LED light. (বাজারে কিনতে পাবেন।)
কিভাবে করবেন:
* এক হাতে লাইট এবং অপর হাতে লেবু নিন।
* লেবু অবশ্যই কাঁচা হতে হবে,কেননা পাকা লেবু দিয়ে লাইট জলবে না।
* লাইটটির সংযোগ পাশটি কাচা লেবুতির ওপর ঢুকান।
* সাথে সাথে আপনার লাইট জ্বলে উঠবে।
এই লাইটটি আপনি রাতের আধারে ব্যবহার করতে পারবেন। একটা লেবু দিয়ে বানানো এই লাইট আপনি প্রায় ৫ দিন ব্যবহার করতে পারবেন। আর অর্ধেক লেবু দিয়ে বানানো লাইট ২ দিন ব্যবহার করা যাবে।
প্রতিক্ষণ/এডি/জয়