৫ দিন সময় পেলেন ‘রেইনট্রি’র মালিক
অবৈধভাবে মদ রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে নোটিশ অনুযায়ী আজ বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে যাওয়ার কথা ছিল ‘দ্য রেইনট্রি’ হোটেলের মালিক আদনান হারুনের। তবে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি তিনি। জবাবদিহি করার জন্য তাকে ২৩ মে পর্যন্ত সময় দিয়েছেন শুল্ক গোয়েন্দারা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের পক্ষে আদনান হারুনের নিজস্ব আইনজীবী জাহাঙ্গীর কবির অসুস্থতার কারণ দেখিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হয়ে এক মাস সময় চেয়ে আবেদন করেন। শুল্ক গোয়েন্দা বিভাগ পাঁচ দিন সময় মঞ্জুর করে।
এ বিষয়ে জাহাঙ্গীর কবির বলেন, ‘আদনান হারুনের উচ্চ রক্তচাপ ও হাইপার টেনশন দেখা দিয়েছে। তিনি আসতেই চেয়েছিলেন, শেষ পর্যন্ত পারেননি। নোটিশের জবাব দেওয়ার জন্য শুল্ক গোয়েন্দাদের কাছে আমরা এক মাস সময় চেয়েছিলাম। তবে আমাদের ২৩ মে পর্যন্ত সময় দিয়েছে শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ।’
রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দাদের একটি দল ১৪ মে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এই মদ উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেননি। একারণে অবৈধভাবে বিদেশি মদ রাখার দায়ে হোটেল কর্তৃপক্ষকে আজ বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২৮ মার্চ রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণী ধর্ষণের শিকার হয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ সাফাত আহমেদ ও মামলার অপর আসামি সাকিফ, গাড়ি চালক ও দেহরক্ষীকে গ্রেফতার করে। তবে আরেক আসামি নাঈম আশরাফ এখনও পলাতক।
প্রতিক্ষণ/এডি/সাই