৫ শতাধিক কেন্দ্র দখলের অভিযোগ

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ১১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bnpঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ৫ শতাধিক ভোট কেন্দ্র থেকে সরকার সমর্থকরা এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  এ অভিযোগ করেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোটেক মাসুদ আহমেদ তালুকদার।

মাসুদ আহমেদ বলেন, ‘বেশিরভাগ কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সেনাবাহিনী না থাকায় সরকার সমর্থকরা নিরব সন্ত্রাস চালাচ্ছে। এতে ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন কমিশন ও প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা দলীয় কর্মীর ভূমিকা পালন করছেন।’

পর্যবেক্ষক প্রসঙ্গে বলেন, ‘সরকার দলীয় লোকেরা পর্যবেক্ষকের ভূমিকায় কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ভোটারদের সঙ্গে রহস্যজনক আচরণ করছে। তারা জোড় করে তাদের প্রার্থীদের পক্ষে সিল মারছে।’

অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G