৬০ বছরের অনুষ্ঠানে পেলের প্রতি সম্মান, ১ মিনিট নিরবতা

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০২২ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ এক আয়োজন ছিল আজ।

এ অনুষ্ঠানে স্বাধীনতা পরবর্তী সময়ে সেরা দশ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা দিল ক্রীড়া লেখক সমিতি।

কিন্ত শুরুটা হাসি খুশি হলো না। কারণ এই আনন্দের দিনের সকালে এলো সেরা খারাপ খবরটি।

বিশ্ব ফুটবলের কিংবদন্তিদেন কিংবদন্তি ফুটবলের রাজা খ্যাত পেলে আর নেই। বিশ্ব ফুটবলের সেরাদের সেরা এই সাবেক তারকা চিরবিদায় নিয়েছে।

দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন। সেরা দশ ক্রীড়া ব্যক্তিত্বের নাম ঘোষণা আগে পেলের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেছে ক্রীড়া লেখক সমিতির সকল সদস্য ও অতিথিরা।

আজ শুক্রবার  বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজনে জমকালো অনুষ্ঠানে  দশ ক্রীড়াবিদের সঙ্গে দশ সাংবাদিক ও লেখকের হাতে তুলে দেয়া হলো ১ লাখ টাকার পুরস্কার ও ৬০ বছরের লোগো সম্মিলিত বিশেষ ক্রেস্ট।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G