৬৩ বছর বয়সে মা!

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৬ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

babyসাধারণত ৬০ বছরের পর কোনো নারী সন্তান জন্ম দিতে পারেন না। কিন্তু এ ধারণা পাল্টে দিয়ে ৬০ বছর বয়সে মা হয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী।

গত সোমবার ঐ নারী অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তারা সুস্থ্য রয়েছেন। ঐ নারীর বাড়ি তাসমানিয়া অঙ্গরাজ্যে। তিনি অস্ট্রেলীয়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার রেকর্ড গড়লেন।

ঐ নারী এর আগে টেস্ট টিউব পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ বিদেশি এক ব্যক্তির শুক্রাণু ধার নিয়ে মা হলেন তিনি। তার স্বামীর বয়স ৭৮ বছর। তারা নাম-পরিচয় প্রকাশ করতে চাননি।

এর আগে ২০১০ সালে ৬০ বছর বয়সে আর এক অস্ট্রেলীয় নারী মা হয়েছিলেন। তখন তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সী অস্ট্রেলীয় মা। আর গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার রেকর্ডটি এক রুমানীয় নারীর। ২০০৫ সালে ৬৬ বছর বয়সে মা হয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রজননবিদ অধ্যাপক গ্যাব কোভাকস বলেন, সাধারণত ৫৩ বছর বয়সের পর নারীর স্বাভাবিক গর্ভধারণ ক্ষমতা শেষ হয়ে যায়। তাই ঐ সময়ের পর টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্মদানের ক্লিনিকগুলো আর চিকিৎসা করে না। নারীদের শরীর ৬০ বছরের পর আর শরীরে সন্তান ধারণ করতে পারে না। তারপরেও ঐ নারীর ৬৩ বছর বয়সে সন্তান ধারণ বিরল ঘটনা।

 

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G