৬৯ আরোহী নিয়ে মিসরীয় বিমান নিখোঁজ

প্রকাশঃ মে ১৯, ২০১৬ সময়ঃ ১২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

misor

প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে মিসরের একটি বিমান নিখোঁজ হয়েছে। ইউএসএ টুডে জানিয়েছে, বিমানটিতে ৫৯ যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। মোট ৬৯ জন যাত্রীবাহী বিমানটি হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

ইজিপ্ট এয়ার-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বিমানটি পূর্ব ভূমধ্যসাগর এলাকায় ৩৭ হাজার ফুট উপর দিয়ে ওড়ার সময় নিখোঁজ হয়। এদিকে কায়রোর স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমান সংস্থাটির টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, প্যারিস থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাওয়া এমএস-৮০৪ ফ্লাইটটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। এ বিষয়ে যেকোনো তথ্য পাওয়ামাত্র তা ইজিপ্ট এয়ারের মিডিয়া সেন্টারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

ইজিপ্ট এয়ার বলছে, মিসরের আকাশসীমায় পৌঁছানোর আগেই অদৃশ্য হয়ে যায় বিমানটি। প্যারিসের শাল দি গুল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পর মিসরের আকাশসীমার ৮০ মাইল আগেই বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর পর থেকে এখনো বিমানটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মিসরের পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে ভূমধ্যসাগর অঞ্চলে বিমানটি খুঁজতে অভিযান শুরু হয়েছে। ্

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G