৬ বিএনপি-জাপা নেতা দুই দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায রাজধানীর বনানী থানায় দায়ের করা একটি মামলায় বিএনপি ও জাতীয় পার্টির (জাফর) ৬ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড মঞ্জুর হওয়া নেতারা হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব নোয়াখালী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য বেলাল আহমেদ ও মনিরুল হক এবং কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ৬ নেতাকে ওই মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আশরাফুল ইসলাম।
শুনানি শেষে তাদের বিভিন্ন দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাতের আদালত।
গত ৬ জানুয়ারি বনানী থানার জিয়াউর রহমান সড়কে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
গত ১২ জানুয়ারি রাজধানীর বিভিন্ন স্থান থেকে ওই ৬ নেতাকে আটক করে পুলিশ। এর মধ্যে সকালে গুলশান থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল আহমেদকে একসঙ্গে গ্রেফতার করে র্যাব। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় ধানমণ্ডি থেকে আটক হন বিএনপির সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম। রাতে তেজগাঁওয়ের একটি বেসরকারি চ্যানেলে একটি আলোচনা অনুষ্ঠান করে বের হওয়ার পরই গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে। অন্যদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমণ্ডি মাঠের পাশ থেকে আটক করে জাপা (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকনকে।
পরে ওই নেতাদের গুলশান থানার দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ।
প্রতিক্ষণ/এডি/সুমন