৭০ হাজার নিবন্ধিত ডাক্তারের তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল নিবন্ধিত চিকিৎসকদের নাম, পরিচয় এবং ছবিসহ বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে বিএমডিসির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল(বিএমডিসির) পক্ষ থেকে তৈরি করা এই তালিকায় প্রাথমিকভাবে ৭০ হাজার চিকিৎসকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে এখন যে কেউ বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক সম্পর্কে জানতে পারবে। এতে ভুয়া চিকিৎসক ও ভুল চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার প্রবণতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, ডাক্তারদের নামের পাশে দেশি-বিদেশি ডিগ্রীসহ নানা প্রকার সাইনবোর্ড রাস্তার পাশে প্রায়ই চোখে পড়ে। কিন্তু সাধারণ মানুষকে আকৃষ্ট করতে এসব ডিগ্রির কোনটি আসল আর কোনটি নকল তা বোঝা কঠিন। ফলে বিএমডিসির এমন কার্যক্রম সকল ভণ্ডামির অবসান এবং জরুরীভিত্তিতে এই ধরণের কাজে অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবে।
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসি সহ-সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, ‘বিএমডিসির ওপেন ওয়েবসাইটে রেজিস্টার্ড চিকিৎসক যারা তাদের নাম নথিভুক্ত থাকবে।’
প্রতিবছর দেশের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে যেসব শিক্ষানবিশ ডাক্তাররা এমবিবিএস পাশ করে বের হচ্ছেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল এসোসিয়েশনের খাতায় যারা নিবন্ধিত ডাক্তার হিসেবে নাম লেখাচ্ছেন তাদের নামের তালিকা বিএমডিসির ওয়েবসাইটে প্রতিবছর সংযুক্ত করা হবে।
প্রতিক্ষণ/ এডি/ ইমতিয়াজ