৭ এপ্রিল ই-কমার্স দিবস হিসেবে পালন করা হবে

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

10481946_1054846991198376_4020837704900998585_n

ই-ক্যাবের ( ইকমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। ইকমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যবৃন্দদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সভাপতি রাজিব আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমাল,যুগ্ম-সম্পাদক মীর শাহেদ আলী,অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক,ডিরেক্টর (গভর্ণমেন্ট অ্যাফেয়ার্স) রেজওয়ানুল হক জামী,ডিরেক্টর(কর্পোরেট অ্যাফেয়ার্স) সেজান সামস, এবং ডিরেক্টর (কমিউনিকেশনস) আসিফ আহনাফ।

সভায় কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে ৭ এপ্রিল ই-কমার্স দিবস হিসেবে পালন করা হবে । ই-ক্যাবের প্রথম মেলা এপ্রিল মাসের ১২-১৪ এই তিনদিন চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন ই-ক্যাব ।

মার্চ মাসের ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেদিন অথবা ১-২ দিন আগে পরে ই-ক্যাব থেকে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে ।

এবং আগামী ২ সপ্তাহের মধ্যে ই-ক্যাব ওয়ার্কশপের আয়োজন করতে যাছে । এই ওয়ার্কশপ ইকমার্স ব্যাবসায়ীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা করছেন ই-ক্যাব পরিবার ।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G