৭ জাপানি, ৬ ইতালীয় নাগরিক এখনো নিখোঁজ
প্রতিক্ষণ ডেস্কঃ
গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় যৌথ অভিযানে ৬ হামলাকারী নিহত হয়েছে ও আটক করা হয়েছে একজনকে। অভিযানে জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের এক নাগরিককে রেস্তোরাঁ থেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আছেন ৭ জন। অন্যদিকে, ৬ জন ইতালীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলেও দাবি করেছেন তার সহকর্মীরা।
জাপানের মন্ত্রিসভার উপসচিব কইচি হ্যাগিউদা শনিবার বলেন, হামলার সময় রেস্টুরেন্টে একসঙ্গেই ছিলেন জাপানের ৮ নাগরিক।বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। জাপানের ঐ নাগরিকরা হলি আর্টিসান বেকারিতেই ছিলেন বলে জানানো হয়েছে।
হ্যাগিউদা আরো বলেন, জীবিত উদ্ধার হওয়া জাপানি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জিম্মি সংকট সম্পর্কে কোনো বিশেষ কথা না বললেও উদ্ধার হওয়া জাপানি নাগরিক কথা বলতে পারছেন বলে জানান তিনি।
হ্যাগিউদা বলেন, ৮ জাপানি নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার হয়ে তাঁরা একটি প্রকল্পে যুক্ত ছিলেন।
এদিকে ইতালির যে ৬ নাগরিক নিখোঁজ রয়েছেন তারা হলেন বিন চ্যান জো, নাদিয়া বেন ডেপ্তি, আদি, মারাকা, মারিয়া ও সিমনি। তারা স্টুডিও টেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন।
শনিবার সকাল সোয়া ১০টায় ঘটনাস্থল থেকে ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপক ফারুক আলম খতিব তাদের নিখোঁজের কথা জানান। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানে কর্মরত ঐ ৬ ইতালীয় নাগরিক গতকাল রাতে ওই রেস্তোরাঁয় খেতে আসেন। তারা দুটি গাড়িতে করে ওই রেস্তোরায়ঁ খেতে যায়। হামলার পর দুই চালক পালিয়ে যায়। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। পুলিশও তাদের সন্ধান দিতে পারছে না।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া