৮ যুদ্ধাপরাধীর রায় সোমবার

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৬ সময়ঃ ১১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2015_12_02_18_37_59_tSdpct4rX9lUnwb1l3Ttnd1Gac0RW6_original

ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদসহ জামালপুরের ৮ যুদ্ধাপরাধীর রায় জানা যাবে আগামী সোমবার। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেবেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, “রায়ের জন্য অপেক্ষমাণ রাখা এই মামলাটি আজ কার্যতালিকায় এলে বিচারক রায় ঘোষণার দিন ঠিক করে দেন।”  এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৯ জুন আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।

শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন ছাড়া বাকি ৭ আসামি হলেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন, মো. আবুল হাশেম, অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী।

এদের মধ্যে গ্রেপ্তার শামসুল ও ইউসুফকে রোববার কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ৬ জনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও গুমের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই ৮ আসামির বিরুদ্ধে। যুদ্ধাপরাধের ৫ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই ৮ জনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G