৯২ দিন পর নিজের বাসায় খালেদা

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ১২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

police_withdrawn_from_Khaleda_Zias_Gulshan_residenceগুলশান কার্যালয় থেকে অবশেষে ৯২ দিন পর নিজের বাসা ‘ফিরোজায়’ ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গত ৩ জানুয়ারি থেকে গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের ‘ফিরোজা’ নামের এই বাড়িটি একপ্রকার নিঃসঙ্গ অবস্থায় ছিল।

রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা শেষে  আদালত থেকে সরাসরি তিনি বাসায় আসেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে গেলে সেখানে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন তিনি।

গত ৫ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে চেয়ে দ্বিতীয় দফায় পুলিশি বাধার মুখে কার্যালয়ের ভেতর থেকেই সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ ডাকেন।

তারপর থেকে গুলশানের দলীয় কার্যালয়েই অবস্থান করতে থাকেন তিনি।

বিএনপি নেত্রীর কার্যালয়ে অবস্থান করার কয়েক দিনের মাথায় ওই কার্যালয় থেকে পুলিশি ব্যারিকেড সরানো হলেও ‘আন্দোলনের স্বার্থে’ তিন মাস ধরে সেখানেই ছিলেন তিনি।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G