দশ বছর ধরে দেয়ালে পবিত্র কোরআনের আয়াত লিখেন

শহরের দেয়ালে দেয়ালে পবিত্র কোরআনের অনুপ্রেরণামূলক বিভিন্ন আয়াত লিখে মানুষকে কাজকর্ম ও শান্তির প্রতি উদ্বুদ্ধ করেন দক্ষিণ-পশ্চিম ভারতের কেরালা অঙ্গরাজ্যের একজন নাগরিক; নাম জুবায়ের।  রাস্তার পাশের এসব দেয়ালে তিনি আয়াতগুলোর অর্থ ও ব্যাখ্যা লেখেন দুই ভাষায়—হিন্দি ও ইংরেজিতে। তার ভাষ্যমতে, সামাজিকসচেতনতা সৃষ্টিতে অভিনব এ কাজ টি তিনি করেন। সূর্যোদয়ের পরপরই বাইসাইকেলে ঘুরে ঘুরে শহরের নানা ..বিস্তারিত
20G