এ যেন বাঘ-সিংহের লড়াই, কে বলবে ফিফার র্যাঙ্কিংয়ে ১২তম দল ক্রোশিয়া খেলছে ২৪তম দল জাপানের বিপক্ষে। ৯০ মিনিট তো ১-১ গোলে সমান তালে খেলেছে জাপান। অতিরিক্ত ১৫+১৫=৩০ মিনিটেও মাথা নত করেনি। শেষ মেষে পেনাল্টি শূটআউটে গেলে গের জাপান। লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি জাপান। পেনাল্টি শূটআউটে ৩-১ ব্যবধান, পর ২টি পেনান্টি মিস করা জাপান পারবে
..বিস্তারিত