নয় বছর বয়সী শিশুর ওজন ৯৩ কেজি

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ অপরাহ্ণ

সিফাত তন্ময়

ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা শিশু সুমন খাতুন। নয় বছর বয়সী এই শিশুটির উচ্চতা তিন ফুট পাঁচ ইঞ্চি। স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেড়েছে সুমনের ওজন। আর তাই, প্রতি সপ্তাহে তার খাবারের তালিকায় ১৮০টি কলার সাথে রয়েছে ৮ কেজি আলু, ৮ কেজি মাছ ও ১৪ কেজি চালের ভাত। এতে সুমনের ওজন ঠেকেছে ৯৩ কেজিতে। এ বিষয়ে সুমন জানায়,

suman 1 ” আমার সব কন্ধুরা পাতলা, কিন্তু আমি মোটা। বন্ধুদের সাথে হাঁটতে, বসতে, দৌড়াতে এমনকি দাঁড়াতেও আমার কষ্ট হয়।”

এদিকে, খাবারের প্রতি সুমনের এই আসক্তিতে দুশ্চিন্তায় রয়েছে সুমনের বাবা-মা। এ নিয়ে সুমনের মা জানায়,
” আমার অন্য সন্তানেরা স্বাভাবিক হলেও সুমন তার ব্যতিক্রম। তার ভবিষ্যত নিয়ে চিন্তায় আছি। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি এর জন্য চিকিৎসকদের সাহায্য চাচ্ছি।”

চিকিৎসকের ভাষায়,

” খাবারের প্রতি সুমনের এই অস্বাভাবিক আসক্তিকে বলা হয়, হাইপারথাইরিজম। পরীক্ষা নিরিক্ষার পর, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা জানান তারা।”

প্রতিক্ষণ/এডি/এস. টি.

 


সবাই যা পড়ছে
বিচিএ প্রানীর দ্বীপ মাদাগাস্কার
৫৮ হাজার টাকায় এক ডিম!
অজানা কিছু বিচিত্র তথ্য
রংধনু নদী!
একটি গাছে ৯ টি বাড়ি!

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G