4G আনছে গ্রামীণফোন

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৬ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

qq

(4G) আনছে গ্রামীনফোন। বেশ ফলাও করে এমন একটি ঘোষণা প্রচার করছে প্রতিষ্ঠানটি। ‘মোবাইলফোন ইন্টারনেটে চতুর্থ প্রজন্মের (4G) সেবা দিতে গ্রামীণফোন প্রস্তুত।’ এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠির একটি সাক্ষাৎকারও সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে।

তাতে বলা হচ্ছে, বাংলাদেশের প্রায় সব স্থানে তৃতীয় প্রজন্মের (3G) সেবা পৌঁছে দেওয়ার পর এবার 4G’র উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।

আসলেই কি তাই?

মূলত রাজধানীতেই কোথাও কখনও-কখনও 3G’র দেখা মেলে না। যখন তখন মোবাইলফোন স্ক্রিনে দেখা যাবে EDGE কিংবা GPRS এর সংকেত। বেশির ভাগ 3G’ ব্যবহারকারী নিয়মিতভাবেই এটির শিকার।

ফ্লাইওভারগুলোর উপর দিয়ে চলার সময় ইন্টারনেট কানেক্টিভিটি এমনকি ফোন কানেকশন কেটে যায় অবধারিতভাবে। এরই মাঝে হাইওয়েতে চলতে গেলে গ্রামীণফোনের থ্রিজি হয়ে ওঠে সোনার হরিন! এখন পার্থক্য শুধু এটিই দেখবার (4G)তে পরিবর্তন আশে কতোটুকু।

 

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G