শুরু হলো শাহ আব্দুল করিম উৎসব

প্রথম প্রকাশঃ মার্চ ৪, ২০১৭ সময়ঃ ১২:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে দুদিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার রুকুন উদ্দিন উৎসবের উদ্বোধন করেন। শাহ আবদুল করিম পরিষদের আয়োজনে এবারের উৎসবে পৃষ্ঠপোষকতা করছে প্রাণ-আরএফএল গ্রুপ। উদ্বোধন শেষে আবদুল করিমের সৃষ্টি ও দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার রুকুন উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. নাসিম আহমেদ।

বক্তারা বলেন, শাহ আবদুল করিম তাঁর গানে সহজ-সরল ভাষায় মাটি ও মানুষের কথা বলে গেছেন। তাই তো তাঁর গান সহজেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। তিনি খুব সাধারণ জীবন-যাপন করতেন। তাঁর গানে সম্প্রীতির কথা উঠে এসেছে। নতুন প্রজন্মের মধ্যে শাহ আবদুল করিমের গান ও তাঁর জীবন দর্শনের চর্চা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

সমবেত কণ্ঠে বাউল করিমের জনপ্রিয় গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর একে একে সংগীত পরিবেশন করেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, বাউল রমেশ ঠাকুর, সংগীতশিল্পী রাকিবা চৌধুরী ঐশী এবং স্থানীয় বাউলশিল্পী ও বাউল সংগঠন। আগামীকাল শনিবার রাতভর করিমের গান পরিবেশনার মধ্যদিয়ে দুদিনের এ উৎসব শেষ হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G