একটি আস্তানায় অভিযান শেষের পথে; অপরটিতে প্রস্তুতি

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৭ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ণ

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে পৃথক ২টি জঙ্গি আস্তানার মধ্যে একটিতে সোয়াটের অভিযান শেষের পথে অপরটিতে অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সদর উপজেলা খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকার আস্তানায় গতকাল রাতের পর আজ সকাল থেকে ২য় দফার অভিযান শেষের পথে। ভেতরে একাধিক জঙ্গি নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তবু আইনশৃঙ্খলা বাহিনী কিছু নিশ্চিত করছে না। সোয়াট টিম জঙ্গি আস্তানার ভেতরে তল্লাশি করছে এবং বিস্ফোরক জব্দ করার জন্য অভিযানে রয়েছে বোমা নিষ্কৃতিকারী দল।

এরই সাথে অপর জঙ্গি আস্তানা শহরেরর বড়হাট এলাকায় বাসাটিতে সোয়াট অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ভারী সাজোয়া যান বাড়িটির পাশে রাখা হয়েছে। নাসিরপুর অভিযান শেষ হলেই এখানে অভিযান চালাবে সোয়াট। এমন তথ্য জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এদিকে নাসিরপুরের আস্তানায় জঙ্গিদের রাখা নানা বিস্ফোরকের শব্দে আশপাশে তুমুল আতঙ্ক বিরাজ করছে। এর আগে রাতে এই আস্তানায় পুলিশ অভিযান চালালেও বৈরী আবহাওয়ার কারণে তা সফল হয়নি। পরে আজ সকাল থেকে ২য় দফায় টানা অভিযানে সোয়াট বাহিনী আস্তানায় প্রবেশ করেছে।

উল্লেখ্য, বুধবার ভোরে বড়হাট এলাকায় একটি বাসায় জঙ্গিরা অবস্থান করছে বলে খবর পেয়ে বড়হাট এলাকার  লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের বাসায় অভিযান চালায়। সেখান থেকে  একই মালিকের গ্রামের বাড়ি নাসিরপুরেও জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। এর পর উভয় এলাকা পুলিশ ঘেরাও করে রাখে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G