মাগুরার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের গাছ চুরি
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের ভিতর থেকে শুক্রবার ২৫ই সেপ্টেম্বর সকালে একটি মেহগনি গাছ কর্তন করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় একটি মেহগনি গাছের ডালপালা ও পাতা পড়ে আছে, কিন্ত আশপাশের লোকজন এব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এবিষয়ে উক্ত পরিষদের সচিব ও গ্রাম পুলিশের সাথে কথা বললে তারা জানান, কে বা কাহারা গাছটি কেটেছেন তারা কিছুই জানেন না, এমনকি চেয়ারম্যান ও সচিব এ বিষয়ে কিছু জানেন না। গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের কাজেরত রাজমিস্ত্রীদের জিজ্ঞাসা করলে তারা বলে আমরা বাইরে থেকে এখানে কাজ করতে এসেছি আমরা কাজ করতে ছিলাম। মেহগনি গাছটা কখন, কোন সময়, কে বা কারা কেটে নিয়ে চলে গেল এ ব্যাপারে কেউ কিছু বলতে পারল না। গ্রাম পুলিশের সদস্য দফাদার সাইদুর রহমান, চৌকিদার লিয়াকত আলী, জাকির হোসেন, তৈয়ব আলী,ইমামুলের সহায়তায় বালির গাধা সরিয়ে মেহগনি গাছটার কাটা অংশের গোড়া পাওয়া যায়। গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের মেহগনি গাছ কাটার এব্যাপারে অঞ্জাত আসামী করে মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানান পরিষদের সচিব তরুন কুমার।