করোনার দুই বছর পর তাইওয়ানে পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৯:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রায় তিন বছরের করোনা মহামারী নিয়ন্ত্রণের পর তাইওয়ানে ব্যবসায় ফিরে এসেছে। তাইওয়ানের সব কিছু আবার স্বাভাবিক হতে চলেছে। এই যেমন তাইওয়ান শহরে আবারো দুই বছর পর অনুষ্ঠিত হতে চলেছে সকল ক্রীড়া ইভেন্ট। সাধারণ মানুষ আবারো স্বাভিক জীবনের কথা স্বপ্ন দেখতে শুরু করেছে বলে আল-জাজিরা জানিয়েছে।

সাইমন ফ্রেন্ড ৩৫ গত মাসে আমস্টারডামে বাড়ি থেকে কাজ করছিলেন তখন তিনি  শুনতে পেয়েছেন যে হংকং অবশেষে বিশ্ব বাজারে ব্যবসায় আবার ফিরছে। শহরের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হংকং রাগবি সেভেনসের আয়োজনের জন্য প্রস্তুত।

৪-৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টটি হংকং আগমনের জন্য বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন সহ বিশ্বের কিছু করোনার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দুই বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

এক দর্শক আল জাজিরাকে বলেছে, “এটি আমার ২৫ তম হংকং রাগবি সেভেনস হবে। আমি একজন বড় ভক্ত। আমি সেখানে বন্ধু এবং পরিবারকে নিয়ে আনন্দ করব। একটি শুধুই জয়-জয়। দ্য সেভেনস প্রতি বছর হংকংয়ে বছরের সেরা পার্টি হয়। অভিনব পোশাক এবং পার্টিতে সজ্জিত হওয়ার এ সেরা কারণ।”

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G