কোলগেট টুথপেস্টে ক্যান্সারের উপাদান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

colgateকোলগেট টুথপেস্ট ট্রিক্লোসান নামক একটা কেমিক্যাল ব্যাবহার করা হয় যেটি ঘাতক ব্যাধি ক্যান্সারের কারণ, জানিয়েছে কেমিক্যাল রিসারস ইন টক্সিকোলজি। গবেষণায় প্রাপ্ত ফল থেকে এটি নিশ্চিত যে, কোলগেটে ব্যাবহার করা কেমিক্যাল উপদান ট্রিক্লোসান উল্লেখ্যযোগ্য পরিমাণ ক্যান্সার সেল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া নতুন এ গবেষণা রিপোর্ট পূর্বের গবেষণা রিপোর্টকে সমর্থন করে এবং এটি যে আরও কয়েকটি ব্যাধির কারণ সেটিও স্পষ্ট হল।

সম্প্রতি ডেনমার্কের পরিবেশ রক্ষা অধিদপ্তর ক্ষতিকর এ ট্রিক্লোসান উপাদানটি উপস্থিতি পায় শুধুমাত্র টুথপেস্টে এবং ডিউড্রেনেটে যার মধ্যে একটা ভোগ্যপন্য কোলগেট টুথপেস্ট! এদিকে, ডেনিশ ডেন্টাল এ্যাসোসিয়েশনের কমিউনিকেশন ম্যানেজার ক্লাউস জরগেন্সেন জানান, ‘আমরা ট্রিক্লোসানের উপস্থিতি রয়েছে এমন সকল টুথপেস্ট কখনোই উৎসাহিত করি না। তিনি আরও উল্লেখ করেন, শুধু টুথপেস্ট নয় ক্ষতিকর এ ট্রিক্লোসানের উপস্থিতি রয়েছে এমন সকল পন্য পরিহার করা দরকার’।

ইতিপূর্বের অনেক গবেষণার প্রাপ্ত ফলাফলের ভিতিত্তে মানবদেহ ও পশুতে রাসায়নিক উপাদান ট্রিক্লোসানের উপস্থিতি আন্তর্জাতিকভাবে নজর কাড়তে সমর্থ হয় এবং এর ফলে আমেরিকার অঙ্গরাজ্য মিনিসোটা ইতিমধ্যে উক্ত রাসায়নিক উপাদানের উপস্থিতি আছে এমন সকল ভোজ্য দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

কিন্তু বাস্তবতা হল, ট্রিক্লোসানের উপস্থিতি ক্যান্সারের কারণ হলেও অনেকেই এ উপাদান রয়েছে এমন পন্য ব্যাবহার করে থাকে এবং এক্ষেত্রে সকল পন্যের ক্ষেত্রে পন্যের মোড়কে এটির উপস্থিতি বাধ্যতামূলকভাবে লিপিবদ্ধ করা দরকার বলে বিশেষজ্ঞদের অভিমত।

প্রতিক্ষণ/এডি/সবুজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G