বগুড়ায় বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

indexবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রাণিমূলক মামলার প্রতিবাদে বগুড়া জেলায় আগামী বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

সোমবার সকাল ৯টায় সমাবেশ থেকে ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম হরতালের ঘোষণা দেন।

সোমবার সকাল ৯টায় ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের খান্দার এলাকা থেকে ২০ দলীয় জোটের একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের সূত্রাপুর এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

এদিকে, রোববার সন্ধ্যার পর থেকে শহরের ফতেহ আলী মোড়, পিটিআই মোড়, মফিজ পাগলার মোড়, সাতমাথা, কাঠালতলা এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G