ফের ৩ দিনের রিমান্ডে রিজভী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

rijvi rimandগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আবারো ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার সুষ্ঠ তদন্তের জন্য মোহাম্মদপুর থানার পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম রিজভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড দেন। ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ তাকে তিন দিনের রিমান্ড দেন।

গত ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকায় রাত ১০টার দিকে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ও ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ৩ নারীসহ ২৯ জন যাত্রী। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসআই কে এম নুরুজ্জামান মামলা দায়ের করেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩ টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G