কার্য তালিকায় গোলাম আযম-নিজামীর মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tribunal 23মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত মৃত গোলাম আযমের মামলা ও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর করা আপিল সুপ্রীম কোর্টের আপিল বিভাগের কার্য তালিকায় এসেছে।

আপিল বিভাগের মঙ্গলবারের নিয়মিত কার্য তালিকায় আদেশের জন্য তাদের মামলা রাখা হয়েছে।

নিয়মানুযায়ী ফৌজদারি মামলায় আসামী মৃত্যুবরণ করলে মামলা সমাপ্তি হয়ে যায়। সে অনুযায়ী আপিল বিভাগের আদেশে মঙ্গলবার গোলাম আযমের মামলা নিষ্পত্তি হয়ে যেতে পারে।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম ২০১৪ সালের ২৩ অক্টোবর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০১৩ সালের ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন। এর পর ১০ আগস্ট গোলাম আযমের দণ্ডাদেশ থেকে অব্যাহতি চেয়ে আসামী পক্ষ আপিল করে।

এদিকে সোমবার সন্ধায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, নিজামীর মামলা আপিল বিভাগের ২৪ ফেব্রুয়ারির কার্য তালিকার তিন নম্বরে রাখা হয়েছে।

আপিল বিভাগের এই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে ২৩ নভেম্বর ফাঁসির দন্ড থেকে খালাস চেয়ে মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এ আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।

৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে  মোট ১৬৮টি  যুক্তি দেখানো হয়েছে।

গত ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন।

প্রতিক্ষণ /এডি/বাবর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G