একসঙ্গে পাঁচ বান্ধবীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
গ্রামের লোকজনের কটূক্তি সইতে না পেরে একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে পাঁচ কিশোরী বান্ধবী। গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের জামবনীর অরো গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিন কিশোরী হলো বেবি নায়েক (২০), নমিতা নায়েক (১৬), সরস্বতী নায়েক (১৫), বুডু নায়েক (১৪) ও পালং নায়েক (২০)। বেঁচে যায় পূজা নায়েক (১৪)। আত্মহননকারীরা একসঙ্গে চাষের জমিতে কাজ করত।
কীটনাশক পান করা অপর এক কিশোরী প্রাণে রক্ষা পায়। তাকে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছয় কিশোরীর মধ্যে বেশ সখ্য ছিল। তারা পরস্পর আত্মীয়ও। চলাফেলা করত একসঙ্গে। এই একসঙ্গে চলাকে মেনে নিতে পারেনি গ্রামের কেউ কেউ। তাদের বিরুদ্ধে ছড়ানো হয় অপবাদ। অভিযোগ তোলে তারা সমকামী। রাস্তাঘাটেও কটূক্তি করে। এই কটূক্তি সইতে না পেরে গত রোববার তারা কীটনাশক পান করে আত্মহননের সিদ্ধান্ত নেয়।
সোমবার সন্ধ্যায় তারা গ্রামের একটি ফাঁকা মাঠে গিয়ে পরস্পরের হাত ওড়না দিয়ে বেঁধে কীটনাশক পান করে। কিন্তু গুরুতর আহত পূজার ভাগে কীটনাশক কম পড়ায় পূজা বেঁচে গিয়ে গ্রামের মানুষজনকে জানায়। গ্রামের লোকজন এসে মুমূর্ষু পাঁচ কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এ ছয় কিশোরীর পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। এদের মধ্যে একজনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আরেকজনের বিয়ের কথা চলছিল। বন্ধুত্ব বিচ্ছেদের আশঙ্কা থেকেই তারা একসঙ্গে মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী তারা গ্রামের একটি মাঠে বসে একত্রে বিষপান করে। পরে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয় ওই মাঠ থেকে। অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রাজু