৬ শতাংশের উপরে থাকবে প্রবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
অর্থবছর (২০১৪-১৫) শেষে জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরেই থাকবে বলে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান । এমনকি বছর শেষে প্রবৃদ্ধির ৬ দশমিক ৫ শতাংশ যে প্রাক্কলন করা হয়েছে তাও অর্জিত হতে পারে বলে জানালেন তিনি।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি’২০১৫) হোটেল পূর্বানীতে আইএফআইসি ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের(এসএমই) বিকাশে নতুন আর্থিক সেবা ‘আইএফআইসি কৃষি-শিল্প’ চালু উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি।
গভর্নর আরও বলেন, বর্তমানে ব্যাংকগুলোর যে সম্পদ রয়েছে তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশের সমান। ২০০৯ সালে এটি ছিল ৫৯ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরে ব্যাংকগুলো ২০ শতাংশের উপরে সম্পদ অর্জন করেছে।
আতিউর রহমান বলেন, গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম’ নামে ২০০১ সালে এক’শ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল চালু করা হয়। ২০১২’র ডিসেম্বরে তা বাড়িয়ে দুই’শ কোটি এবং ২০১৩’র জুলাই মাসে চার’শ কোটি টাকায় উন্নীত করা হয়।
প্রতিক্ষণ/এডি/হাসান