বিএসইসি তিন সিকিউরিটিজ হাউজকে সতর্ক করল
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ৩ ব্রোকার সিকিউরিটিজ হাউজকে সতর্ক করেছে। সিকিউরিটিজ আইন-কানুন যথাযথভাবে পালন না করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ই-সিকিউরিটিজ লিমিটেড ও হ্যাক সিকিউরিটিজ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আরএকে ক্যাপিটাল লিমিটেড- নামের ৩ হাউজকে সতর্ক করা হয়।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সুত্রে জানা যায়, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত অভিযুক্ত ৩ ব্রোকারেজ হাউজকে পৃথকভাবে সতর্ক করে চিঠি পাঠিয়েছে। এর আগে যথাযথভাবে সিকিউরিটিজ সংক্রান্ত আইন পালন না করায় গত ১২ নভেম্বর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে প্রতিষ্ঠানগুলোর আইন লঙ্ঘনের কারণ পৃথকভাবে লিখিত আকারে কমিশনে দাখিল করা হয়েছে। এর প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে সিকিউরিটিজ সংক্রান্ত আইন যথাযথভাবে পালনে সতর্ক থাকার জন্য নির্দেশনাও দিয়েছে কমিশন।
প্রতিক্ষণ/এডি/রাহা