মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই দুই কোম্পানির দর বেড়েছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

up trendমূল্যসংবেদনশীল কোন তথ্য ছাড়াই শেয়ারের দর বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রেনউইক যজ্ঞেশ্বর এ দুই কোম্পানির।

ডিএসই সুত্রে জনা যায়, সাম্প্রতিক সময়ে শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি দুটিকে ডিএসই থেকে চিঠি দেয়া হয়। কোম্পানি সূত্রে জানায়, কোম্পানি দুটির শেয়ার দর বাড়ার কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

গত তিন কার্যদিবস ধরে টেলিযোগাযোগ খাতের ‘এ’ ক্যাটাগরির বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির ধারাবাহিক দর বৃদ্ধির ধারায় গত এক মাসের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে। গতকাল আগের কার্যদিবসের তুলনায় ৪.০৫ শতাংশ বা ৪.৯ টাকা বেড়েছে, সর্বশেষ শেয়ার ১২৬ টাকায় লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১২১.১ টাকা।

অন্যদিকে, প্রকৌশল খাতের ‘এ’ ক্যাটাগরির রেনউইক যজ্ঞেশ্বর ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গত এক মাসের মধ্যে এ কোম্পানির সর্বোচ্চ শেয়ার দর বেড়েছে। গতকাল আগের কার্যদিবসের তুলনায় এ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১.৬০ শতাংশ বা ৩.৮ টাকা, সর্বশেষ শেয়ার ২৪১ টাকায় লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ২৩৭.২ টাকা।

বাজার-বিশ্লেষকদের মতে, অতিদ্রুত এ কোম্পানি দুটির শেয়ার দর কেন বাড়ছে- এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার ক্ষতিয়ে দেখা উচিত।

প্রতিক্ষণ/এডি/ফরহাদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G