নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৭
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
নাইজেরিয়ায় একটি বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৭ জন। মঙ্গলবার উত্তর-পূর্ব নাইজেরিয়ার পতিসকাম শহরের তাসার দান বর্নো বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পতিসকামের চালক সমিতির এক সদস্য জানান, স্থানীয় সময় বেলা পৌনে বারোটার দিকে একটি লোক বাসের বুটের মধ্যে একটি ব্যাগ রাখে। পরে লোকটি বাসে ওঠার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি জানান, বাসটি পুরোপুরি যাত্রী বোঝাই ছিলো। চালক সমিতির কার্যালয় থেকে জানানো হয়েছে, যে লোকটি বাসের ভেতর ব্যাগ রেখেছিলো সেই আত্মঘাতি হামলা চালিয়েছে নাকি ব্যাগে রাখা বোমার বিস্ফোরণ হয়েছে সেটি পরিস্কার নয়।
পতুসকাম জেনারেল হাসপাতালের এক নার্স জানান, হাসপাতালে ১৩টি মৃত দেহ ও আহত ৩১জনকে নিয়ে আসা হয়ে। সেখানে আরও চারজনের মৃত্যু হয়।
নাইজেরিয়ার ইয়োবি প্রদেশটিতে সম্প্রতি বেশ কয়েকবার বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য মূলত চরমপন্থি সংগঠন বোকো হারামকে দায়ী করা হয়। রবিবার ইয়োবির একটি মার্কেটে আত্মঘাতি বোমা হামলা চালিয়েছিল এক শিশু। এতে সাতজন নিহত হয়।
প্রতিক্ষণ/এডি/রাফি