খালেদার খলিফাদের গ্রেপ্তারের দাবি সংসদে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৯:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

perliament_35719বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ‘খলিফাদের’ আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল। মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘আজকের এই সংসদ বার্ন ইউনিটের পোড়া-মানুষদের আর্তচিৎকারে ব্যথিত মনঃক্ষুণ্ণ। স্বজনদের মুহুর্মূহু কান্নায় বোবা হয়ে আছি আমরাও। সংক্ষুব্ধ হয়ে বলছি মাননীয় স্পিকার, বাংলাদেশ তরিকত ফেডারেশন পেট্রোল দিয়ে মানুষ হত্যার অপরাধে খালেদা জিয়াসহ সকল হুকুমের আসামিকে গ্রেপ্তার দাবি করছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হোক চলমান মানুষ হত্যার হুকুমদাতা খালেদা জিয়ার খলিফাদের।’

আউয়াল বলেন, ‘দেশবাসী অত্যন্ত আকাঙ্ক্ষা করে অপেক্ষায় ছিল মহামান্য রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভাষণে বিভিন্ন দিকনির্দেশনার দিকে। কিন্তু এসবের মধ্যে বাংলাদেশ আজ মোকাবেলা করছে এমন এক প্রেতাত্মাশক্তির, যারা একাত্তরের পরাজিত শক্তি। যারা বিগত কয়েক বছর ধরেই অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন নস্যাৎ করতে।’

এ সংসদ সদস্য আরো বলেন, ‘স্বৈরাচার হিটলার ইহুদি জাতিকে হত্যার ঘোষণা দিয়ে তাদের খুন করেছিল, কিন্তু খালেদা জিয়া সেই স্বৈরাচারী পদ্ধতিকেও ছাড়িয়ে গেছেন। তিনি তার দল ও বাংলাদেশের মানুষকে রাজপথে নামাতে ব্যর্থ হয়ে সাধারণ মানুষকে পেট্রোল বোমায় হত্যা করছেন।’

বিএনপি জোটের অবরোধ-হরতালকেন্দ্র করে সারা দেশে নিহত সবার রুহের মাগফেরাত কামনা করে নিহতদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানান তিনি।

আউয়াল বলেন, ‘শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে নাজায়েজ উল্লেখ করে তার সঙ্গে কওমি-খারেজি রাজনৈতিক দলগুলো যায়নি ফুল দিতে। বাংলাদেশবিরোধী জামায়াতের তো যাওয়ার অধিকারই নেই। এই সব পাকিস্তানপন্থি দল ও মানুষদের নিয়ে খালেদা জিয়ার জোট। তিনি কীভাবে বাংলাদেশের ভালো চাইবেন। তিনি এখন চাইছেন মুক্তিযুদ্ধের রক্তরঞ্জিত বাংলাদেশকে পাকিস্তান বানাতে।’

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G