শুধু সামরিক শক্তি দিয়ে সম্ভব নয়: কেরি
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
এই একবিংশ শতাব্দীর প্রারম্ভে সহিংস চরমপন্থার উত্থান একটি অত্যাসন্য চ্যালঞ্জে এবং এর বিরুদ্ধে চলমান যুদ্ধে শুধু সামরিক শক্তি দিয়ে বিজয় অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক কলামে কেরি এমন মন্তব্য করেন। গত ১৮ই ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় কেরির এই সম্পাদকীয় কলাম।
এতে তিনি বলেন, শান্তিপ্রিয় সমাজের ক্ষমতা সর্ম্পকে বিশ্বকে অবগত করুন এবং অপশাসনকে মোকাবেলা করুন যা হতাশার জন্ম দেয়।
তিনি বলেন, আমাদের সমগ্র ইতিহাসজুড়েই আমরা আগ্রাসন, গণহত্যা, বিশৃঙ্খলা এবং একনায়কতন্ত্রের হুমকির মুখোমুখি হয়েছি।
কেরি বলেন, আজকে আমাদেরকে একটি নতুন শত্রুর বরিুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে। এই যুদ্ধক্ষেত্রটি ভিন্ন এবং ওই শত্রুকে পরাভূত করে জয়ী হতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রও ভিন্ন।
সামরিক শক্তি ব্যবহার শিশুদের ঘৃণ্য হত্যা, স্কুল ছাত্রীদের গণ অপহরণ এবং নির্দোষদের শিরচ্ছেদের যর্থাথ ও প্রায়শই আবশ্যকীয় প্রতিউত্তর হিসেবে প্রতিভাত হয়। র্দীঘমেয়াদী এ যুদ্ধ জয় সম্ভব শুধুমাত্র আরও বস্তিৃত ও আরও সৃজনশীল হাতিয়ারের মাধ্যমে।
কেরি তার লেখায় বলেন, একটি নিরাপদ এবং আরও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে যে র্ধমকে অবলম্বন করে সহিংস চরমপন্থা সর্মথনযোগ্য নয়। কোন বৈধ র্ধমীয় ব্যাখ্যা সেই র্ধমের অনুগামীদ।
প্রতিক্ষণ /এডি/জেসমিন