মহিলাদের স্কার্ট পরে পুরুষদের প্রতিবাদ !

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

manনারীর সম্মান ও অধিকার রক্ষার জন্য এবার রাস্তায় নামল পুরুষেরা।

গত শনিবার এই মিছিলে শামিল হন তুরস্ক ও আজারবাইজানের বহু মানুষ।

নারীদের প্রতি সংহতির বার্তা দিতে পুরুষদের অনেকেরই পরনে ছিল স্কার্ট। কেউ কেউ পরেছিলেন মিনিস্কার্টও।

মিছিলের উপলক্ষ ছিল, ওজেগান আসলান নামে ২০ বছর বয়সি তুরস্কবাসী এক ছাত্রীর মৃত্যু। গত ১১ ফেব্রুয়ারি মিনিবাসে করে ফেরার সময় তার ওপর চড়াও হয় সেই মিনিবাসের চালক ও তার দুই সঙ্গী।

পেপার স্প্রে ছুড়ে ওজেগান আত্মরক্ষা করার চেষ্টা করলে ওই তিনজন তাকে প্রথমে মারধর করে। পরে তাকে হত্যা করে। আঙুলের নখে ডিএনএ তথ্যপ্রমাণ লোপাট করার জন্য তার দুটি হাতও কেটে ফেলা হয়। দুই দিন পরে এক নদীর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পরেই তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সোস্যাল মিডিয়া। সমর্থনে এগিয়ে আসেন প্রতিবেশী দেশ আজারবাইজানের পুরুষরা। নারীদের পোশাক পরে তারা নিজেদের ছবি টুইট করেন যার হ্যাশট্যাগে লেখা ছিল ‘ওজেগানের জন্য স্কার্ট পরুন।’

শনিবার ইস্তাম্বুলের রাস্তায় এক মিছিলের মাধ্যমে সেই ডাকে সাড়া দেন তুরস্কের আবালবৃদ্ধবনিতা। স্কার্ট পরিহিত বুলুট আর্সলানের হাতের পোস্টারে লেখা ছিল, ‘পিতৃতন্ত্রের দোহাই দিয়ে বোকা বানানো চলবে না। আমরা সবাই মানুষ।’

মিছিলে অংশ নিয়েছিলেন তুরস্কের বিখ্যাত অভিনেতা আলি আর্কাজান। তিনি বলেন, ‘তুরস্ক একটি আধুনিক, উদারমনস্ক দেশ। এখানে নারী, পুরুষ সমান সমান।’

মানবাধিকার কর্মীরা মিছিলের সাফল্যে উচ্ছ্বসিত৷ অনেকের মতে, এই প্রথম তুরস্কে নারীর অধিকার বহুল-চর্চিত বিষয় হয়ে উঠল। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ‘হ্যারি পটার’ সিরিজ ছবির নায়িকা এমা ওয়াটসন।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G