নিজে ভালো হলে র‌্যাব-পুলিশ লাগে না: শফি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

allama-sofi-desherbartaনিজেরা ভালো হলে দেশে পুলিশ-র‌্যাবসহ কোনো বাহিনীর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। তিনি বলেন, ‘ভাল হওয়ার জন্য ইসলামের মূল ভিত্তিগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। ইসলাম বাদ দিয়ে এ দেশে কোনো দিন শান্তি আসবে না।’

 দেশে ‘নাস্তিকদের’ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে-উল্লেখ করে শাহ আহমদ শফি বলেন, ‘নাস্তিকরা কোনো দিন বেহেস্তে প্রবেশ করতে পারবে না।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার মাঠে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে আগতদের উদ্দেশে হেফাজতের আমির বলেন, ‘লতিফ সিদ্দীকীর মতো নাস্তিক হবেন না। এসব নাস্তিকরাই সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে।’

 তিনি আরো বলেন,  ‘ইমানদার হতে হলে মুসলমানদের অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে হক আদায় করতে হবে। সমাজের সর্বক্ষেত্রে যাকাত চালু করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন ‘একামুতুদ্দীন’ সংগঠনের সভাপতি হাফেজ মজিবুল ইসলাম। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান  অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাওলানা ইয়াসিন সোলতানী প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G