ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

97b7b3caf203165f2cbe1c3952b884f6-ctg-sitaঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে প্রায় ৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার  ভোররাতে পৌরসদরের মিরসরাই লতিফীয়া মাদ্রাসার সামনে কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে গেলে এ যানজট সৃষ্টি হয়।

যানজটের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটক পড়েছে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক অলিউল জানান, ঢাকাগামী অতিরিক্ত কাঠবোঝাই ট্রাক মহাসড়কের মিরসরাই লতিফীয়া মাদ্রাসার সামনে উল্টে যায়। ফলে সড়কের দুই পাশের যান চলাচল আটকে যানজটের দেখা দেয়। থানার রেকার দিয়ে গাড়ী ও কাঠগুলো সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ।

চট্টগ্রাম থেকে আরো বড় রেকার নিয়ে আসা হচ্ছে। যানজট নিরসন করতে কমপক্ষে ৪-৫ ঘন্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/রাজন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G