ফেনীতে ককটেলে পুলিশ আহতের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর নাসির মেমোরিয়াল কলেজ এলাকায় অবরোধকারীদের ছোড়া ককটেলে দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার এবং ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন মিয়া আহত হন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুজ্জামান মামলার তথ্য নিশ্চিত করেন।